গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্র পরীক্ষায় একজন পরিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে বহিস্কার ও অপর একজনকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল ১১টায় পটুয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে প্রশ্ন প্রবাহিত করার অপরাধে তানিয়া ইসলাম নামের এক পরিক্ষার্থীকে বহিষ্কার করে হল কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থী পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। অপরদিকে নকল সরবরাহের চেষ্টা ও পাবলিক পরীক্ষা আইন ভঙ্গ করার অপরাধে মাহমুদ হাসান মিঠু (২৫) নামের এক জনকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ১১(গ) মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক ওয়াসিম বলেন, মিঠু প্রতিদিন কেন্দ্রে প্রবেশ করার জন্য উত্তেজিত থাকে। আজ তাকে সরকারি কলেজ কেন্দ্রে প্রশ্ন প্রবাহিত করার সময় হাতেনাতে আটক করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান জানান, মিঠু অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করায় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়।