পটুয়াখালী সংবাদদাতা: সর্বাত্মক লকডাউনে উপার্জন বিমূখ হয়ে পড়া
পটুয়াখালীর অন্তত: বিশ হাজার দুস্থ, অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর
খাদ্য সহায়তা। এ খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১
কেজি চিনি, ১ কেজি লবন ও ১ লিটার তেল।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো: কামাল হোসেন সরকারী হেল্প লাইন ৩৩৩এ কল
করা ৫৯৯জন দুস্থ মানুষকে এ খাদ্য সহায়তা বিতরন করেন। প্রধানমন্ত্রীর এ
খাদ্য সহায়তা জেলার সদর উপজেলা সহ কলাপাড়া, বাউফল, মির্জাগঞ্জ, দশমিনা,
দুমকি, রাঙ্গাবালী, বাউফল উপজেলার দুস্থ, অসহায় পরিবার গুলোর মাঝে বিতরন
করা হবে।
এদিকে কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সরকারী হেল্প লাইন
৩৩৩এ কল করা ৭ জন সহ ৮৩ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন
কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ ইউপি
চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্যোগ ও ত্রান কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করোনা সংক্রমন এড়াতে
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কাজ হারানো দিনমজুর শ্রমজীবী পরিবার
গুলোকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার উপহার হিসেবে এ খাদ্য সহায়তা দেয়া
হচ্ছে। উপজেলার অন্তত: আড়াই হাজার দুস্থ অসহায় পরিবারকে এ খাদ্য সহায়তা
পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে ১ লক্ষ টাকা করে দেয়া হয়েছে। যা দিয়ে ৫ কেজি
চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ১ লিটার তেল সম্বলিত প্যাকেট
তৈরী করে বিতরন করার নির্দেশনা রয়েছে। প্রতিটি প্যাকেটে ৫০০ টাকা মূল্যের
খাদ্য থাকবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, দুর্যোগ ও ত্রান
মন্ত্রনালয়ের এ খাদ্য সহায়তা জেলা প্রশাসকের কার্যালয় থেকে হস্তান্তর করা
হয়েছে। ইউএনও কার্যালয় থেকে মঙ্গলবার ৭৬জনকে প্রধানমন্ত্রীর এ সহায়তা
দেয়া হয়েছে। এরমধ্যে সরকারী হেল্পলাইন ৩৩৩এ কল করা ৩জন দুস্থ রয়েছে।
ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার
পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যাতে একটি
অসহায় পরিবারও অভূক্ত না থাকে। আর সরকারের এ খাদ্য সহায়তা পেয়ে অসহায়
মানুষগুলো প্রধানমন্ত্রীকে দু’হাত তুলে দোয়া করছে।’
জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, ‘সরকারী হেল্প লাইন ৩৩৩এ কল করা
৫৯৯জন দুস্থ মানুষকে আজ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এ খাদ্য
সহায়তা জেলার সকল ইউনিয়ন পর্যায়ে পৌছে দেয়া হবে। সরকারী খাদ্য সহায়তার
তথ্য গনমাধ্যমকে যথা সময়ে জানানো হবে।