পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার রাত দেড়টায় বরিশাল শে.বা.চি.ম হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৪২৯ টি নমুনা পরীক্ষায় আগের সকল রেকর্ড ভেঙে নতুন করে
আরও ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের শতকরা হার ২৮.৬৭ ভাগ।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩২৮। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫২ জন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৭৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪৭২ জন।

পটুয়াখালী সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।