গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীতে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ডিসি মঞ্চে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহমান, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ শাহ আলমগীর ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন প্রমূখ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরুর আগে সকাল ১০ টায় শিশু একাডেমি থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মঞ্চে এসে শেষ হয়।
৩ দিন ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে কবি মতিন, কবি জাহিদ হায়দার ও স্থানীয় কবিবৃন্দের কবিতাপাঠ। এছাড়া সংগীত পরিবেশন করবেন ফতেমাতুজ জোহরা, সালাউদ্দিন আহম্মেদ, ইয়াকুব আলী খান, বিজন চন্দ্র মিস্ত্রি, রুমি আজনবী, শহীদ কবির পলাশ, রাহাতারা গিতি, উম্মে তাসফিয়া রহমান মিতা চক্রবর্তী ও স্থানীয় শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশনায় থাকছে সোহেল রহমান ও তার দল। প্রতিদিন বিকেল ৪ টায় থাকছে “নজরুল-জীবন পরিক্রমা” তথ্যচিত্র প্রদর্শনী।
৩ দিন ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে কবি মতিন, কবি জাহিদ হায়দার ও স্থানীয় কবিবৃন্দের কবিতাপাঠ। এছাড়া সংগীত পরিবেশন করবেন ফতেমাতুজ জোহরা, সালাউদ্দিন আহম্মেদ, ইয়াকুব আলী খান, বিজন চন্দ্র মিস্ত্রি, রুমি আজনবী, শহীদ কবির পলাশ, রাহাতারা গিতি, উম্মে তাসফিয়া রহমান মিতা চক্রবর্তী ও স্থানীয় শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশনায় থাকছে সোহেল রহমান ও তার দল। প্রতিদিন বিকেল ৪ টায় থাকছে “নজরুল-জীবন পরিক্রমা” তথ্যচিত্র প্রদর্শনী।
এছাড়াও বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে গ্রন্থমেলা। কবি নজরুল ইনষ্টিটিউটের উদ্যোগে ও পটুয়াখালী জেলা প্রসাশনের সহযোগিতায় এ কর্মসূচি উৎসবমূখর পরিবেশে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে পটুয়াখালীতে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।