দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের চিংগড়িয়া এলাকায় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
উপজেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক ও মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিকের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ এর সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের উপাধ্যক্ষ শহিদুল আলম, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও মহিলা কলেজের অধ্যাপক মঞ্জুরুল আলম মঞ্জু, শিক্ষিকা নমিতা রানী দত্ত, মহিলা কাউন্সিলর বিজলী রানী, মনোয়ারা বেগম, উম্মে তামিমা বিথী প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দিরের জমিদাতা দুলাল চন্দ্র দাস, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোজ কুমার দাস, সাউথ ক্যালকাটা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ পরিমল মজুমদার, পূজা উদযাপন কমিটির সভাপতি শেখর মিত্র (সেবক), সহ-সভাপতি দিবাকর কবিরাজ ঝন্টু, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিপ্লব বিশ্বাস, রবীন দাস, মদন মোহন সেবাশ্রমের কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র হাওলাদার প্রমূখ।