দর্পণ রিপোর্ট: ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হল পটুয়াখালী উৎসব-২০২০, নতুন কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা। গত সোমবার বিকাল থেকে শুরু হয়ে রাত অবধি প্রেস ক্লাব অডিটরিয়ামে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা।

সংগঠনের সভাপতি আ স ম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি আজমত গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান। নব নির্বাচিত কমিটির সদস্যদের সন্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

উৎসব উপলক্ষে প্রকাশিত স্বরণিকার মোড়ক উম্মোচন করেন সাবেক চীফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ, এমপি। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু, এমপি, ডাকসু ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল হাই, সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট মাওলানা মোঃ রুহুল আমিন, পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পিজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক গাযী আনোয়ার, পিজেএফ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, পিজেএফ সদস্য বাংলাভিশনের বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল বক্তব্য রাখেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মহাব্বত, রাজস্ব বোর্ডের ডেপুটি কমিশনার অব ট্যাক্স মোঃ মাহাদী মাসুদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পিজেএফের কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক হানজালা শিহাব, সাংগঠনিক সম্পাদক জাওহার ইকবাল খান, দফতর সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বাপ্পা, কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফ খান, কার্যনির্বাহী সদস্য মোহসিন কবির, আবু আল মোর্শেদ রায়হান, বোরহান উদ্দিন, মোঃ শহীদ রানা, হরলাল রায় সাগর সহ সংগঠনের অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিইউজের একাশেংর সভাপতি আবু জাফর সূর্য, ডিউজের একাশেংর সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএফইউজের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পিআইবি’র সদস্য শেখ মামুন রশীদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন। এময় অনুষ্ঠানে বিএফইউজের প্রয়াত সভাপতি আলতাফ মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম মোস্তফা তালুকদার এবং পিজেএফ প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান আরেফিনের স্বরণে এক মিনিট নিরাবতা পালন ও দোয়া করা হয়। একই সঙ্গে তাদের মরণোত্তর গুণীজন সম্মাননা দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক আমানউল্লাহ ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ড. মোহাম্মদ আতহার উদ্দিনকে গুণীজন সম্মাননা দেয়া হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগীত পরিবেশন করেন দেশের বরণ্য সংগীত শিল্পী-শিমুল, শিল্পী বিশ্বাস, রেহমান আরিফ, কৌতুক অভিনেতা শাহীন, আতিক ডালিম ও কবিতা পারভীন। পরে নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।