দর্পণ রিপোর্ট: ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসী সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার সদস্যদের মাঝে সংগঠনের উদ্যেগে ১৮ মে সোমবার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের কথা বিবেচনায় উপহার সামগ্রী ২০ মে বিতরণের পূর্ব নির্ধারিত তারিখ এগিয়ে নিয়ে আসা হয়।
রাজধানীর ১৪/২ তোপখানা রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শতাধিক সদস্য বিশিষ্ট সংগঠনের ঢাকায় অবস্থানরত প্রায় চল্লিশজন সদস্য উপস্থিত হয়ে ঈদ সামগ্রী গ্রহণ করেন। এছাড়া করোনাভাইরাসের দুর্যোগের কারনে যেসব সদস্য পটুয়াখালী অবস্থান করছেন তাদেরকে বিকাশের মাধ্যমে নগদ অর্থ প্রেরন করা হবে।
১৪ প্রকার উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পোলাউর চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ৪ প্যাকেট সেমাই, আঁধা কেজি গুঁড়া দুধ, ৮ প্যাকেট নুডুলস, ২ টি সাবান, আধা কেজি হুইল পাউডার ও ১ টি হ্যান্ড ওয়াস।
সংগঠনের সভাপতি আ স ম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বলসহ ঈদ উপহার বিতরণের সময় বর্তমান ও সাবেক নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি মোঃ সহিদুল ইসলাম রানা, সাবেক সাধারণ সম্পাদক হরলাল রায় সাগর, অর্থ সম্পাদক হানজালা শিহাব, দফতর সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বাপ্পা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আবদুল হাদী, কার্যনির্বাহী সদস্য বোরহান উদ্দিন, মোঃ শহীদ রানা ও সাবেক কার্যনির্বাহী সদস্য সুশান্ত সাহা সহ অন্যরা।