রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার আওয়ামী যুবলীগ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
আগামী ২৫ জুন পদ্মাসেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে দক্ষিণবঙ্গের সবগুলো জেলার প্রতিনিধিদের নিয়ে যুবলীগের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মির্জা আজম বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মাসেতুর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মাসেতুর বিনিয়োগ থেকে সরে দাঁড়ায়। পরে বঙ্গবন্ধুকন্যা সাহসিকতার সঙ্গে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের ঘোষণা দেন এবং আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে।
তিনি বলেন, স্বপ্নের পদ্মাসেতুকে উদ্দেশ্য করে দেশে-বিদেশে একটি চক্র ষড়যন্ত্র করেছে। প্রধানমন্ত্রী আমাদের সতর্ক থাকতে বলেছেন। আমরা যদি সজাগ থাকি তাহলে কেউ কোনো ধরনের নাশকতা করতে পারবে না।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।