কনে সুইটি ও বর রুমন

সোমবার সকালে কনে সুইটি খাতুন পুর্ণিমা ও তার খালা আঁখি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের হারিয়ে পদ্মার পাড়ে কাঁদছেন বর রুমন

এর আগে রোববার দুপুরে জেলেদের জালে উঠে আসে পূর্ণিমার ফুফাতো বোন রুবাইয়া খাতুন স্বর্ণার মরদেহ। শনিবার সকালে চারঘাট উপজেলার ইউসুফপুরে পদ্মার ভাটিতে মেলে পূর্ণিমার চাচি মনি বেগমের লাশ। দুপুরে ঘটনাস্থলের অদূরে জেলেদের জালে উঠে আসে কনের খালাতো ভাই এখলাসের লাশ। বিকেলে একই স্থান থেকে কনের দুলাভাই রতন আলীর লাশ উদ্ধার করা হয়। শুক্রবার রাতে উদ্ধার করা হয় পূর্ণিমার বোনের মেয়ে মরিয়ম খাতুনের লাশ।

স্বর্ণ, রশ্মি ও শামীমের মরদেহ উদ্ধারের ছবি

শুক্রবার রাতে রাজশাহীর চর খানপুর থেকে শহরে ফেরার সময় শ্রীরামপুরে ডিসির বাংলো এলাকায় পদ্মা নদীতে ডুবে যায় বরযাত্রীবাহী দুটি নৌকা। ওই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে বর ও কনের বড় বোনসহ ৩২ জনকে।

নৌকাডুবির পর পদ্মা নদীতে উদ্ধার অভিযান

স্থানীয় জেলেদের সহায়তায় তিন দিন অভিযান চালিয়ে নিখোঁজ ৯ জনের মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, বিজিবি, ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা।