অনলাইন ডেস্ক :
রংপুরে পরকীয়ার জের ধরে স্বামীকে খুন করার ঘটনার এক বছর পর স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পিবিআই (পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন)। বুধবার রাতে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আসামি মোজাম্মেল ডাল্লু (৫২)কে গাজীপুর জেলার টঙ্গী এলাকা এবং নিহতের স্ত্রী নাছিমা বেগম (৩৫) কে বদরগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবু হাসান কবির গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, নিহত মনছুর আলী ও হত্যাকারী মোজাম্মেল হক সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। এই সূত্র ধরে মোজাম্মেল ডালু পরকীয়ায় জড়িয়ে পড়েন মনছুর আলীর স্ত্রী নাছিমার সঙ্গে। পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে লাশ পাশের পুকুরে ডুবিয়ে রাখা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে তদন্ত কর্মকর্তা জানান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.