দর্পণ ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিল উত্তেজনাকর ফাইনালের প্রত্যাশা। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি না থামায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের ফাইনাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, শিরোপা ভাগাভাগি করে নিয়েছে দল দুটি।
মঙ্গলবার রাত ৯টায় দুই অধিনায়ক সাকিব আল হাসান ও রশিদ খানের সঙ্গে আলোচনা শেষে ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। খেলা তো দূরে থাক, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফাইনালে টস করাই সম্ভব হয়নি!
বিকেল ৫টার দিক থেকে শুরু হয় বৃষ্টি। মাঝে তীব্রতা কমে এলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে সারাবেলাই। যে কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। আর খেলা শুরুর সূচি ছিল সন্ধ্যা সাড়ে ৬টা। কিন্তু রাত ৯টা পর্যন্ত অবস্থার পরিবর্তন না হওয়া ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে।
কাট-অব টাইম ছিল অবশ্য রাত ৯-৪৬ মিনিট। ম্যাচ অফিসিয়ালরা সে পর্যন্ত অপেক্ষা করেননি। একই সঙ্গে ফাইনালে রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট বাইলজ অনুযায়ী, ফাইনালে ফল না পাওয়া গেলে কিংবা পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে। ফল অনুযায়ী বাংলাদেশ ও আফগানিস্তান ভাগাভাগি করে নিয়েছে ট্রফি।