ফাইল ছবি

বুধবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরিকাঠি স্লুইজ গেটসংলগ্ন এলাকার একটি ডোবা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

মিম ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে। সে মুশুরিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবার সূত্রে জানা যায়, গত রোববার রাতে কাউকে কিছু না বলে মিম বাসা থেকে বের হয়ে যায়। এ সময় তার মা নানাবাড়িতে ছিলেন এবং তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলেন।

গত দুদিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় তার মরদেহ দেখতে পায়।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ওই শিক্ষার্থীর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।