অনলাইন ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই বিদায় ঘণ্টা বেজে গেল আফ্রিকান দেশ মরক্কোর। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেও পরাজয়ের স্বাদই পেতে হলো মরক্কোকে। ম্যাচের ৪ মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। এই ব্যবধানই আর ঘোচাতে পারেনি আফ্রিকার দলটি। আজকের ম্যাচে গোলের সুবাদে অধিনায়ক হিসেবে ছয় গোল করার কৃতিত্ব দেখালেন পর্তুগাল অধিনায়ক। যে রেকর্ডটি এতো দিন ছিলো আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার। অন্যদিকে এই গোলেই হাঙ্গেরিয়ান কিংবদন্তী পুসকাসকে ছাপিয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার আসনটিও নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ। আন্তর্জাতিক ফুটবলে এখন ৮৫ গোল রোনালদোর। হাঙ্গেরির হয়ে ৮৯ ম্যাচে ৮৪ গোল করে রেকর্ডটি দখলে রেখেছিলেন পুসকাস।