ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক যুদ্ধাপরাধী মো. ফজলুর রহমান বিশ্বাসকে (৭২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (২৮ আগস্ট) সকালে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাপ-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে পলাতক যুদ্ধাপরাধী ফজলুর রহমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার নামে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। ২০২১ সালে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে।