রোববার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউরোপে জনশক্তি রফতানির নামে প্রতারণা ও মানবপাচারকারী চক্রের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাসপোর্ট ও নকল বিএমইটি কার্ড জব্দ করা হয়।
সোমবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।