দর্পণ ডেস্ক : ঘরের মাঠে চরম ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। নারী এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৭০ রান করে বাংলাদেশ। জবাবে ১২.২ ওভারে ১ উইকেটে ৭২ রান করে পাকিস্তান।
সিলেটে অল্প টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ও সিদরা আমিন। দলীয় ৪৯ রানে আউট হন মুনিবা (১৪)। পরে অধিনায়ক বিসমাহ মারুফকে নিয়ে ৪৬ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন সিদরা। বিসমাহ ১২ ও সিদরা ৩৬ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের একমাত্র উইকেটটি শিকার করেন সালমা খাতুন। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে স্কোর বোর্ডে তিন রান তুলতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। চাপ সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফেরেন তিনিও।
এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। সালমা খাতুন ২৪ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া রিতু মনির ব্যাট থেকে আসে ১২ রান। দুটি করে উইকেট নেন পাকিস্তানের ডায়না ও নিদা ধার। ৬ অক্টোবর বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.