দর্পণ ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দল পর পর দুই ম্যাচে খুব কাছে গিয়েও জয়বঞ্চিত। সিরিজের দ্বিতীয় টি-২০তে লড়াই করে পাকিস্তানের কাছে ১৫ রানে হেরেছে সফরকারীরা বাংলাদেশ। আর এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।
গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় লক্ষ্য গড়ে পাকিস্তান। ওপেনার জাভেরিয়া খানের ৪৪ বলে ৫২ ও অধিনায়ক বিসমাহ মারুফের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৬৭ রান পায় স্বাগতিকরা। বিসমাহ ৫০ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ৯টি চারের সঙ্গে ছিল একটি ছয়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন জাহানারা আলম। ১টি নেন লতা মণ্ডল।
বড় লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নিজেদের টি-২০ ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ তুললেও জয়ের দেখা পায়নি। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ম্যাচ থেকে ছিটকে যায় তারা। তবে লড়াকু মানসিকতায় ৭ উইকেটে ১৫২ রান করতে পারে সালমা খাতুনের দল। বাংলাদেশের আগের দলীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ৪ উইকেটে ১৫১ রান।
ব্যর্থতার মিছিলে আলো ছড়ান সানজিদা ইসলাম। ৩২ বলে সর্বোচ্চ ৪৫ রান করেছেন। ফারজানা হকও ছিলেন খুব কার্যকরী। ১৯ বলে ৩০ রানের ইনিংস উপহার দিয়েছেন। জাহানারা আলম শেষ দিকে বিধ্বংসী হওয়ার চেষ্টা করেছিলেন। ৫ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রানে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে ১৭ রানে অপরাজিত ছিলেন লতা মণ্ডল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাদিয়া ইকবাল।