দর্পণ ডেস্ক : পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির সামরিক বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন মেজর পদের কর্মকর্তা। রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ‘ফ্লাইং মিশন’ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি।
অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে ফ্লাইং মিশন চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দুই মেজরসহ ছয় পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।