দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) কলাপাড়ায় করোনার দুর্যোগ মোকাবেলায় অর্ধশতাধিক প্রতিবন্ধি, অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরন করেছে ।
মহিলা ডিগ্রি কলেজ মিলানায়তনে বে-সরকারি মানব উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে রবিবার সকাল ১১ টায় এসব এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব খাদ্য পণ্য প্রতিবন্ধি,অসহায়,কর্মহীন মানুষের হাতে তুলে দেন। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, আনন্দ টিভির কলাপাড়া প্রতিনিধি সুজন মৃধা, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন’র নির্বাহী পরিচাচালক সাইদুর রহমান সাইদ, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

বিতরণকালে প্রতিবন্ধি, অসহায় ও কর্মহীন প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, সেমাই চিনি সাবান ও ১ টি মাস্ক প্রদান করা হয়।

উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান বলেন, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশের সরকারি নিবন্ধন প্রাপ্ত ৫৫ হাজার সংগঠনের মধ্যে একটি অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন । সমাজসেবা অধিদপ্তর’র মহা পরিচালক মহাদয়ের অনুরোধক্রমে সমগ্র বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংস্থা গুলো নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের সাহয্য সহযোগীতা করে যাচ্ছে । এর’ই ধারা বাহিকতায় পিডিএফ’র উদ্যোগে আজ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমে সহোযোগীতা করায় নিজেকে ধন্য মনে করছি।

পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু জানান, করোনার দুর্যোগে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রতিবন্ধি, অসহায়, কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাবে এবং আমাদের এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।