দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মওলা (হেলাল) এর উপস্থিতিতে সকাল ১০ টা ৩০ মিনিটে পরিচালনা পর্ষদ বি,সি,পি,সি,এল এক শোক সভার আয়োজন করে। বি,সি,পি,সি,এল কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন ওনার’স ইঞ্জিনিয়ার এর প্রকল্প স্থাপনা ম্যানেজার বালাজী দিভাকর গাল্লাপান্নী (হায়দারাবাদ), এন,ই,পি,সি কোয়ালিটি ম্যানেজার মিঃ ডু, প্রকল্প সেফটি ও সিকিউরিটি কর্মকর্তা গন। উক্ত সভায় জাতির পিতার জীবন নিয়ে প্রদর্শিত হয় স্লাইড শো এবং শেখ মুজিবুর রহমানের কারিশমেটিক রাজনীতি সর্ম্পকে  তুলে ধরা হয় ডকুমেন্টারিতে।

উক্ত সভায় প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার হেলাল সঞ্চালনার দায়িত্ব পালন করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয় তিনিই আজকের বাংলাদেশ। আমরা আজকে মুক্ত হয়েছি মহান নেতার সর্বোচ্চ ত্যাগের মাধ্যমেই। তিনি জীবনের গুরুত্বপূর্ন সময় কাটিয়েছে জেলে এবং আরও বলেন, এটা উল্লেখ্য যে আমেরিকার কারনে তার মৃত্যুর পূর্বে এদেশে তৈরি করা হয়েছিলো এক কৃত্রিম দুর্ভিক্ষ। এবং আমাদের এই মহান নেতার হত্যার পেছনে রয়েছে ওদেরই হাত। এরপরে তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম দোয়া পাঠ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন। দোয়া পাঠ শেষে মিষ্টি বিতরন করার মধ্য দিয়ে শোক সভার সমাপ্তি ঘটে।