দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান (ছবি: সংগৃহীত)

বুধবার রাতে সদর উপজেলার কুসুমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশা নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বাসের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ছয়ঘড়িপারা গ্রামের সাবর আলীর ছেলে ভ্যানচালক হালিম উদ্দিন ও একই গ্রামের এমাজউদ্দিন মিস্ত্রির ছেলে যাত্রী কাশেম মিয়া।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইলের পাতাইলকান্দি এলাকার চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকসহ ৬৮ জনকে নিয়ে বাসটি পিকনিকে আসে। সারাদিন জেলার ঝিনাইগাতীর গজনী ও নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে ঘোরা হয়। ফেরার পথে কুসুমহাটি এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক এরশাদ আলী বলেন, এ ঘটনায় আমাদের স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আশা আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।