পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এ্যাসিল্যান্ড রামানন্দ পালের সরকারি বাসায় ঢুকে তার স্ত্রী অদিতি বড়ালকে স্ত্রী অদিতি বড়ালকে উপর্যোপরী ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তর। এ সময় বাসায় তিনি একা ছিলেন। তার স্বামী রামানন্দ পাল তখন কর্মস্থলে ছিলেন। এ নিয়ে চারবার অদিতি বড়ালের উপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ৮ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পিরোজপুর জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে তার বাসায় ঢুকে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ব। পরে আহত অবস্থায় অদিতি বড়ালকে পিরোজপুরের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাকিল সরোয়ার জানান, ছুরিকাঘাতে তার পেটে সামান্য জখম হয়েছে। বড় ধরনের কোন সমস্যা হয়নি। তিনি আশংকামুক্ত রয়েছেন।

হামলার খবর পেয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

হামলার শিকার অদিতি বড়ালের স্বামী পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী ঘুরতে বেরিয়ে ছিলেন। এরপর স্ত্রীকে বাসায় রেখে তিনি জেলা প্রশাসকের বাসভবনে যান। কিছু সময় পর তিনি জানতে পারেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর শুনেই তিনি দ্রুত সরাসরি পিরোজপুর সদর হাসপাতালে ছুটে যান। ঘটনার সময় বাসায় তার স্ত্রী ও গৃহকর্মী বন্যা ছিল বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী আহত গৃহকর্মী বন্যা জানান, শ্যাম বর্নের নীল শার্ট পরিহিত এক যুবক কলিং বেল চেপে জানায় সে ডিসি অফিস থেকে এসেছে। দরজা খোলার সাথে সাথে ভিতরে ঢুকে অদিতি বড়ালকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করতে থাকে ওই দুবৃত্ত। এসময় গৃহকর্মী বন্যাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ঘাতক দুর্বৃত্ব অদিতি বড়ালকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে দ্রুত বেরিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শাকিল সরোয়ার বলেন, অদিতি বড়ালের পেটের নিচের অংশে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত।

অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে। এর আগে গত বছরের ৯ নভেম্বর সন্ধ্যায় একইভাবে এক দুর্বৃত্ত অদিতি বড়ালকে পিরোজপুরের ওই সরকারি বাসায় ছরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় সে সময় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ আজ পর্যন্ত উক্ত দুর্বৃত্তকে আটক করতে পারে নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রামানন্দ পাল বরগুনা জেলার বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে চাকুরী করা কালে ২০১৮ সালের ৩ জুলাই তার স্ত্রী অদিতি বড়ালকে আরো একবার ছুরিকাঘাত করা হয়। এছাড়া বাগেরহাটে থাকাকালেও তার উপর হামলা ও জখম করার ঘটনা ঘটেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. জিয়াউল হক জানান, দুপুর ১ টার দিকে এক ব্যক্তি ম্যাজিষ্ট্রেটদের সরকারি কোয়াটারের অদিতি বড়ালের বাসায় গিয়ে দরজা খুলতে বলে। এ সময় তিনি দরজা খুললে তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ হাসপাতালে গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি জানার সাথে সাথে আমরা হাসপাতলে গিয়েছি। তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, আদিতি বড়ালের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাশ দুর্বৃত্তের গুলিতে মারা যান।