পুকুর খনন শিখতে কেন উগান্ডায় যেতে হবে: মন্ত্রী

সরকারি অর্থে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধ করতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আমরা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ করি। অনেক সময় পুকুর খনন শিখতে উগান্ডায় যাচ্ছি। কিন্তু কেন? খবর বিডিনিউজের 

চট্টগ্রাম ওয়াসা কর্মকর্তাদের উগান্ডা সফর নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রীই বলেছিলেন, কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে তিনি ‘রক্ষণশীল’ হলেও প্রধানমন্ত্রী অনেক ‘উদার’। কিন্তু সোমবারের অনুষ্ঠানে তিনি প্রকল্পের আওতায় অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ না করার আহ্বান জানান।

মান্নান বলেন, আমরা দেখতে পাচ্ছি, তিন দিনের স্টাডি টুরে প্রকল্প সংশ্লিষ্টরা আমেরিকায় যাচ্ছেন। আমেরিকায় যেতে আসতেই লাগে দুই দিন। তাহলে ওই তিন দিনের টুরে আমেরিকায় গিয়ে আমরা কী শিখছি?

প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় না থাকার বিষয়টি তুলে আবারও উষ্মা প্রকাশ করেন তিনি।

“আমাদের দুর্ভাগ্য, অধিকাংশ প্রকল্প পরিচালকরা ঘুরে বেড়ান। তাদের অনেক দায়-দায়িত্ব আছে, হয়তো তাদের ঢাকায় যেতে হয়। তবে দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর নামে আমরা যা করি এইগুলোও মানুষের নজরে থাকে, এটা আমাদের মনে রাখা উচিত।”

ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ ইন্সস্টিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) দুদিনব্যাপী ‘প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (পিএমআইসি) অফ আইএমইডি’ শীর্ষক প্রশিক্ষণ সভা ও সনদ বিতরণীর এই অনুষ্ঠান আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

অনুষ্ঠানে বিআইএম’র মহাপরিচালক তাহমিনা আখতার, আইএমইডির অতিরিক্ত সচিব আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত