অনলাইন ডেস্ক :
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শরতেই এই সফর করতে পুতিনকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স একথা জানিয়েছেন। খবর বিবিসি’র।
সারাহ স্যান্ডার্স এক টুইটে জানিয়েছেন, পুতিনের সফর নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে।
আমন্ত্রণ জানানোর আগ দিয়ে, পুতিনের এক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। পুতিন তার কাছে প্রস্তাব রেখেছিল যে, রাশিয়াকে মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক। বদলে যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত ১২ রুশ গোয়েন্দাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে পুতিনের সঙ্গে এক বৈঠককে ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে হওয়া ওই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে, গত মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে পুতিনের সঙ্গে সুর মিলিয়েই সমালোচনার মুখে পড়েন তিনি।
সোমবারের ওই বৈঠকে দুই নেতা কি বিষয়ে আলোচনা করেছেন তা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। এমনকি বৈঠকের পরে রাশিয়ার পক্ষে থেকে দ্বিতীয় কোন বৈঠক বিষয়ে কোন ঘোষণাও আসেনি।
এদিকে, বৈঠক নিয়ে বেশ কয়েকবার সুর পাল্টিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনো নিজের বক্তব্যের পক্ষে আবার কখনো বিপক্ষে। একবার মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে মার্কিন গোয়েন্দাদের বক্তব্যের সমর্থনে কথা বলেছেন। আবার কখনো পুতিনের বক্তব্যের সমর্থনে। এজন্য নিজ দলের লোকদের কাছ থেকেও তীব্রভাবে সমালোচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকটি সফল ছিল। তিনি দ্বিতীয় বৈঠকের অপেক্ষায় আছেন। তার এই ঘোষণা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটসকে এ বিষয়ে এক সাক্ষাৎকারে জানানো হলে তিনি হতচকিত হয়ে যান।
কোটস হেসে বলেন, সেটা বিশেষ বৈঠকই হবে। তিনি জানান, হেলসিনকিতে বৈঠকে ট্রাম্প-পুতিনের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না । প্রসঙ্গত, ওই বৈঠকে তাদের অনুবাদক ছাড়া আর কেউ উপস্থিত ছিলো না।