ঢাকা: পুলিশের বাধা ঠেলে বিএসএমএমইউ হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়েছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।
রোববার (১৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেইট দিয়ে তারা বের হন। এসময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ সরে দাঁড়ায়।
ভাতা বাড়ানোর দাবিতে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা রোববার সকাল থেকেই বিক্ষোভ করছেন।
রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ডাক্তাররা বিএসএমএমইউয়ের বটতলায় সমাবেত হন। অপরদিকে পুলিশের বিভিন্ন টিম ভাগ হয়ে হাসপাতালের গেটগুলোতে অবস্থান নেয়। ডাক্তাররা বের হওয়ার চেষ্টা করেন এবং দাবি আদায়ের জন্য স্লোগান দেন।
পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাবিবুর রহমান বলেন, আমরা ভেতরে অবস্থান নিয়েছি। পুলিশ আমাদের বের হতে দিচ্ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।