সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যে অনেক মানবিক তার প্রমান মাঝে মাঝেই আমরা পেয়ে থাকি। তেমনিই আর একটি ভাল কাজ করলেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। কোভিড-১৯ সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে ১৭ দিনের ছুটি চলছে বাংলাদেশে। কেউ বাইরে আসছেন না। তবে এ পরিস্থিতিতে খারাপ অবস্থায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে গত ৩১ মার্চ যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক ভদ্রমহিলা লেখেন, আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি। তার এই আর্তনাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ২টায় এই বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামের নজরে আসে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলামের বিষয়টি নজরে আসার পর তিনি আজ সকালে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল নিয়ে ওই বাসায় যান। তিনি জানান, সেখানে গিয়ে দেখি ছোট্ট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ওই ভদ্র মহিলা।
ভদ্র মহিলা জানান, আমি কল্পনাও করিনি ওসি নিজেই আমার বাসায় চাল, ডাল নিয়ে আসবেন- তাও এত দ্রুত সময়ে। তিনি বলেন, ছোট ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে বসবাস করছি এখানে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.