গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা:  পুলিশ কনেষ্টবল নিয়োগ দুর্নীতি রোধে পটুয়াখালী
জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ তার কার্যালয়ে এ সংবাদ
সম্মেলন করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান (অপরাধ ও
প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহমেদ আলী, সিনিয়র
সহকারী পুলিশ সুপার সাহেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার মেরাজ এবং সকল
থানার অফিসার ইনচার্জগন অংশ নেন।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, বিগত দিনে পুলিশ নিয়োগের ক্ষেত্রে একটি দালাল
চক্র সক্রিয় ছিল। তারা বিভিন্ন কৌশলে প্রার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে
নেয়। ফলে একাধিক প্রার্থীর পরিবার এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারায়। এবারে
কনস্টেবল নিয়োগে কোন তদ্বীরে নয়,শতভাগ যোগ্যতায় চাকুরির সুযোগ করে
দিয়েছেন বর্তমান পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। বিগত দিনের বির্তক
মাথায় রেখে ডিজিটালাইজ ও অত্যাধুনিক পদ্ধতিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন
করা হবে। চাইলেও কেউ তদ্বীর করে পুলিশে আসতে পারবেনা। প্রার্থীদের শতভাগ
শারীরিক ও মানসিক দক্ষতায় স্পষ্ট হতে হবে। তা না হলে পুলিশি সেবার মান
নিয়েও প্রশ্ন ওঠে। শীঘ্রই পুলিশ নিয়োগের নির্দেশনা আসবে। তাই প্রার্থীকে
প্রস্তুত ও দালাল চক্রকে সর্তক করে দেয়া হলো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি আরও বলেন, মোবাইল হলো চলমান যুগে একটি
ভয়ঙ্কর অস্ত্র। অস্ত্র দিয়ে যেমনি দেশকে রক্ষাও করা যায়,তেমিন ক্ষতিও করা
যায়। মোবাইলও এর অনুরুপ প্রযুক্তি। কিন্তু এই প্রযুক্তির অপব্যবহারে
উপকারের থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে
ধংস করে দিচ্ছে এই মোবাইল। ক্রমশই স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোর-কিশোরীরা
মোবাইলে আসক্ত হয়ে মানসিক বিকাশে বাধাঁগ্রস্ত হচ্ছে।  মিডিয়ার মাধ্যমে
আমি সেই সকল উদাসিন পরিবারকে আহ্বান করছি তাদের সন্তানদের প্রতি খেয়াল
রাখতে।  কারন একটি শিশু একটি সম্পদ। মোবাইল দিয়ে জাতি ধংস না করে রক্ষা
করি।