অনলাইন ডেস্ক : রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার কাজও প্রায় শেষ করেছেন পূজা। তার অভিনীত আরেকটি ছবি ‘প্রেম আমার ২’-এর কাজ ১০ সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছেন তিনি। এটি নির্মাণ করছেন রাজ চক্রবর্ত্তী ও বিদুলা ভট্টাচার্য্য। এর আগে শিলিগুড়ি এবং কলকাতায় এর অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হবে ঢাকা ও তার আশপাশের এলাকায়।

পূজা বলেন, ‘বেশ কয়েক দিন ‘দহন’ ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। কিছুটা বিরতি নিয়ে আবারও শুরু করতে যাচ্ছি ‘প্রেম আমার ২’ ছবিটি। এর গল্পটাও চমৎকার। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আদৃত। আশা করছি, আমাদের রসায়নটা জমবে বেশ।’

এদিকে পূজা ‘পোড়ামন-২’র সফলতার আনন্দে ভাসছেন।