দর্পণ ডেস্ক : বেশি দিন হয়নি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। শারীরিক জটিলতায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্রাজিল কিংবদন্তি পেলেকে। গত বুধবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাও পাউলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে আবার তাকে নিয়ে যাওয়া হয়েছে।
সেপ্টেম্বরে বৃহদান্ত্রের টিউমার অপসারণ করিয়েছেন তিনবারের বিশ্বকাপ জয়ী। এরপর কেমোথেরাপিও চলে তার। গত মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। নতুন করে টিউমারজনিত জটিলতা দেখা দেয়ায় তার চিকিৎসা এখন হাসপাতালেই করাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল আছে। কয়েক দিনের মধ্যে বাড়ি ফেরার অনুমতিও পেয়ে যাবেন।
টিউমার জটিলতা নিয়ে পেলে গত ৩১ আগস্ট থেকে হাসপাতালে যাওয়া-আসা করছেন। রুটিন চেকআপের সময় ধরা পড়ে তার বৃহদান্ত্রে টিউমার। তাছাড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি সাম্প্রতিক সময়ে নানা শারীরিক জটিলতাতেও ভুগেছেন। ২০১৫ সালে প্রোস্টেট সার্জারি করাতে হয়েছে। এরপর ২০১৯ সালে মূত্রনালির সংক্রমণেও ভর্তি হতে হয় হাসপাতালে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.