আবু ধাবি থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরে আসা ‘এতিহাদ এয়ারবাস এ৩৮০’। এটি বিশ্বের বড় বিমানগুলোর একটি, শুধু বিমানটির ওজনই পাঁচ লাখ ৭৩ হাজার ৭৯৪ কেজি। সেই বিমানকেও উড়িয়ে নিয়ে যাচ্ছিল ‘ডেনিস’-এর হাওয়া। কিন্তু শেষ পর্যন্ত পাইলটের কৃতিত্বে ও দক্ষতায় রানওয়েতেই কোনও রকমে ল্যান্ড করে সেটি। অভিজ্ঞতা ও উচ্চমানের দক্ষতা না থাকলে এমন পরিস্থিতিতে বিমান নামানো যায় না। এরমধ্যেই বিমানটি অবতরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যে ভাবে বিমানটি প্রায় সোজাসুজি নেমেছে, এটিকে বলে ‘ক্র্যাব ল্যান্ডিং’ (কাঁকড়া অবতরণ)।

১৫ ফেব্রুয়ারি পোস্ট হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি বিমান রানওয়েতে অবতরণের জন্য বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে। কিন্তু প্রচণ্ড বাতাস বারবারই তাকে রানওয়ের বাইরে সরিয়ে নিচ্ছে। 

ভিডিও>>>