অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে সোনালি ব্যাংকের এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌচাক স্যামস ফিলিং স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল মান্নান (৫২)। তিনি কুমিল্লার বড়ুরা থানার কিশানপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। আব্দুল মান্নান সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আজ সকালে ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে মৌচাক স্যামস ফিলিং স্টেশনের পাশে আব্দুল মান্নানের লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। তার সঙ্গে একটি কালো রঙের ব্যাগও ফেলে যায় তারা। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আব্দুল মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিল। চোখে কালো সানগ্লাস পরা ছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দকী বলেন,‘হত্যার পর আব্দুল মান্নান নামে ওই নিরাপত্তা প্রহরির লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিভিন্ন স্থানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
এ বিষয়ে পরে তারা বিস্তারিত জানাতে পারবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.