দর্পণ ডেস্ক: বর্তমান বিশ্বের সবচেয়ে দামী- দুবাইয়ের জুতা নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে উন্নত ব্রান্ড ‘জাদা দুবাই’। এই প্রতিষ্ঠানের এক জোড়া জুতার মূল্য ১২৩ কোটি টাকা। প্রতিটি জুতায় প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে স্বর্ণ দিয়ে। রত্মখচিত এই সব জুতার সম্ভারের নাম দেয়া হয়েছে— ‘দ্য ইমপারেটিভ অব রয়্যালিটি।’
দুবাইয়ে এই জুতার শোরুম চালু হয়েছে। প্রতিটি জুতা মণিমুক্তো খচিত। কোনো কোনো জুতা আবার বেশিটাই স্বর্ণের। শুধু হীরা দিয়ে তৈরি জুতাও রয়েছে এই ব্যান্ডের।
হোটেল বুর্জ আল আরব বিশ্বের একমাত্র সেভেনস্টার এ এই জুতার শোরুম রয়েছে। এখানে নতুন জুতার যে সম্ভার এসেছে তাতে বেশির ভাগই হীরা দিয়ে সাজানো।

এই জুতার নকশা যৌথভাবে তৈরি করেছে জাদা দুবাই ও প্যাসন জুয়েলার্স। আর এই নকশা তৈরিতে সময় লেগেছে প্রায় ৯ মাস। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে ৩৬ ইইউ মডেলের প্রোটোটাইপ জুতার প্রদর্শনী হবে বুর্জ আল আরবে।

‘দ্য প্যাসন ডায়মন্ড সু’ নামে তৈরি এই জুতায় ব্যবহার করা হয়েছে হীরা এবং খাঁটি সোনা। জুতার ওপরের অংশে চারদিকে শত শত হীরার টুকরার পাশাপাশি থাকছে ১৫ ক্যারটের দুই খণ্ড হীরা। এর আগে বিশ্বের ব্যয়বহুল জুতা তৈরির রেকর্ড ছিল ডেবি উইংহামের হাই হিল; এর মূল্য ছিল প্রায় ১৫ দশমিক ১ মিলিয়ন ডলার।

এই প্রথম পৃথিবীর ইতিহাসে কোনো জুতা তৈরি হয়েছে ৫৪ ক্যারেট উন্নতমানের হীরা দিয়ে। শুধু স্বর্ণ বা হীরাই নয়, অনেক জুতার মূল উপাদান প্ল্যাটিনাম।