দর্পণ ডেস্ক : বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণ হলো ক্যানসার। বিশ্বে ক্যানসার আক্রান্ত হয়ে প্রতি মিনিটে মারা যান ১৭ জন মানুষ। সেখানে বাংলাদেশে প্রতি বছরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ৮৯ হাজার।
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে সোমবার বিকেলে নর্থইস্ট ক্যানসার হাসপাতাল আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমি আছি, আমি থাকব, আমি আপনাদের জন্য কিছু করব’।
নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফজল মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্যান্সার নাম শুনলেই আমরা আঁতকে উঠি। তবে ক্যান্সার যদি প্রথম অবস্থায় ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে তা নির্মূল সম্ভব। সিলেট অঞ্চলে হেড নেক ক্যান্সার রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তার পরেই রয়েছে ওর্যাল ক্যানসার রোগীর সংখ্যা।
তিনি আরও বলেন, ক্যান্সার প্রথমত জেনেটিক কারণে হয়ে থাকে। পরিবেশগত কারণ হচ্ছে দ্বিতীয়। ক্যান্সার নির্মূলে সচেতনতার বিকল্প নেই। এ জন্য চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীরা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন। পাশাপাশি মিডিয়া শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নর্থইস্ট ক্যানসার হাসপাতাল এখন একটি সমৃদ্ধ প্রতিষ্ঠান। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে ক্যানসার রোগীরা আসছেন।
নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাব্বির হোসেনের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন- হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, পরিচালক অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনজ্জির আলী, ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছ উদ্দিন, শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুল খালেক বড় ভূইয়া ও গাইনি বিভাগের অধ্যাপক ডা. নাহিদ ইলোরা প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন- নর্থইস্ট ক্যান্সার হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. দেবাশীষ পাটোয়ারী। তিনি প্রজেক্টরের মাধ্যমে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিবরণ তুলে ধরেন।
মূল প্রবন্ধে তিনি জানান, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৮ হাজার ১৩৮ জন রোগী নর্থইস্ট ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৭২৪ জন এবং মহিলা ২ হাজার ৭১৪ জন। ১ হাজার ৩৯ জন রোগীকে রেডিও থেরাপি দেয়া হয়েছে।
সেমিনারে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- ইফফাত জাহান পারু, রেনি সিনহা, আব্দুল মুহিত, আব্দুল ছালিক ও তেরাবান বিবি।
এর আগে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সিলেট সুলতানপুর সড়কের চন্ডিপুল পয়েন্ট ঘুরে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।