দর্পণ ডেস্ক : ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের অনন্য রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে প্রথম গোলে এই মাইলফলকে পা রাখেন পর্তুগিজ মহাতারকা। রোববার এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন রোনালদো। আর তাতেই ক্যারিয়ারে নতুন কীর্তি যোগ করেন তিনি। এভারটনের মাঠে ম্যাচে ৪৪তম মিনিটে কাসেমিরোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
রোনালদোর এই রেকর্ড গড়তে ম্যাচ খেলতে হয়েছে ৯৪৫টি। যেখানে ৬৯১ গোল নিয়ে তার ঠিক পরেই আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
৩৭ বছর বয়সী রোনালদোর ৭০০ গোলের ৫টি স্পোর্তিং সিপির হয়ে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৪টি গোল করেছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.