এই সমীকরণ মাথায় নিয়ে আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছেন তামিম।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম। ২২৫ ম্যাচে ৭৮২৬ রান করেছেন তিনি। ব্যাট হাতে ১৪টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।
গত মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেন তামিম। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যথাক্রমে- ৪১, ১ ও অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১০৯১ রান করেছিলেন তামিম। তার পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭৫৫ রান সাকিব আল হাসানের।