পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর গলাচিপায় স্বামী পরিত্যক্তা সাজেদা
বেগম (৫০) মানবেতর জীবন-যাপন করছেন। কোন জায়গা-জমি নেই তার। নেই মাথা
গোঁজার ঠাই। অন্য মানুষের বাড়ী আশ্রিতা হয়ে থেকে জীবনের এক একটি দিন পার
করছেন সাজেদা।

উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মৃত. সোনে আলী সিকদারের
মেয়ে স্বামী পরিত্যক্তা সাজেদা বেগম (৫০)। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে
তার মানবেতর জীবন-যাপন। দীর্ঘ ২০ বছর আগে চার সন্তান সহ ফেলে অন্য জায়গায়
চলে যায় স্বামী রফিক হাওলাদার। এরপর দু’বেলা দু’মুঠো খেতে শহরের বাজারে
শাক-সবজি বিক্রি শুরু করেন সাজেদা। এরমধ্যে ধার দেনা করে দুই মেয়েকে
বিবাহ দেন সাজেদা। এক মেয়ের স্বামী মারা যাওয়ায় সন্তানসহ ওই মেয়ের ভরন
পোষনও দিতে হচ্ছে তাকে।

সাজেদা বেগম’র আকুতি, ’হুনছি প্রধানমন্ত্রী গরিব, অসহায়গো ঘর দেয়। মুই
একটা ঘর পেলে মেয়ে নাতিকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারতাম।’
এ বিষয়ে ইউপি সদস্য মনির হোসেন হাওলাদার বলেন, ’আসলেই সাজেদা বেগম অসহায়
ও গরীব । তার একটি ঘর খুবই প্রয়োজন।’

ইউপি চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, ’সাজেদা বেগম আসলেই
মানবেতর জীবন-যাপন করছে। স্বামী পরিত্যক্তা হওয়ায় তাকেই উপার্জনের জন্য
রাস্তায় নামতে হয়। প্রধানমন্ত্রীর দেয়া একটি ঘর তার পরিবারের একান্ত
প্রয়োজন।’

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ’দরখাস্ত পেলে যাচাই বাছাই করে
হত দরিদ্র হলে অবশ্যই ঘর পাবে।’