দর্পণ ডেস্ক : শহিদ আফ্রিদি সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার প্রথম অ্যাসাইন্টমেন্ট ছিল আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। দুই টেস্টের এই সিরিজের জন্য পাকিস্তান দলে পরিবর্তন এনেছেন আফ্রিদি। বোলিং শক্তি বাড়াতে দলে যুক্ত করা হয়েছে দুই পেসার শাহনেওয়াজ দাহানি ও মির হামজা এবং অফ স্পিনার সাজিদ খানকে। বিষয়টি নিয়ে আফ্রিদি বলেছেন, ‘স্কোয়াড নিয়ে আমরা আলোচনা করেছি। সবাই একমত হয়েছি যে ম্যাচে ২০ উইকেট নেয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি করতে আমাদের বোলিং বিভাগকে আরো শক্তিশালী হতে হবে। অতিরিক্ত তিন বোলার যুক্ত করায় প্রথম টেস্টের জন্য সেরা দল সাজাতে আরো বিকল্প ভাবার সুযোগ পাবেন বাবর আজম। এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’ নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে ব্যাপক রদবদল করা হয়েছে। রমিজ রাজাকে সরিয়ে নাজাম শেঠিকে নতুন বোর্ড প্রধান করা হয়েছে। এরপর শনিবার মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে শহিদ আফ্রিদিকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেন নাজাম শেঠি। নির্বাচক প্যানেলে আফ্রিদির সঙ্গী হয়েছেন সাবেক দুই ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.