একই সঙ্গে জন্ম নিবন্ধনের তথ্য শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির সফটওয়্যারে ২৫ জুলাইয়ের মধ্যে এন্ট্রি করার নির্দেশ দিয়েছে অধিদফতর। এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
অধিদফতর বলছে, প্রাথমিক বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর জন্ম সনদের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। শিশুস্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীকে কোভিড-১৯ এর টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সব ছাত্র-ছাত্রীর জন্ম সনদ নিশ্চিত করা প্রয়োজন।
অধিদফতর আরো জানিয়েছে, এখনো যেসব শিশু শিক্ষার্থী জন্ম নিবন্ধনবিহীন তাদের জরুরি ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করবেন প্রধান শিক্ষক। একই সঙ্গে উপজেলা বা থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার সংরক্ষিত তথ্য যাচাই করে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির সফটওয়্যারে এন্ট্রি নিশ্চিত করবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ বিদ্যালয়ে সংরক্ষণ নিশ্চিত করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে এন্ট্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে অধিদফতর। গত ৭ জুলাই এ নির্দেশনা সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পিটিআই সুপারদের পাঠানো হয়েছে।