অনলাইন ডেস্ক : গল্পটা যেন সিনেমাকেও হারা মানায়। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক বিয়ে করতে রাজি না হয়ে বিষপান করলেন প্রেমিকা। সেই খবর ফোনে দিলেন প্রেমিককে। প্রেমিকও বেছে নিলেন একইপথ। অবশেষে দুজনকে হাসপাতালে নেয়া হলে বেঁচে গেলেন প্রেমিকা, মারা গেলেন প্রেমিক!
মেহেরপুরের গাংনি উপজেলার কাজিপুর ও হাড়াভাঙ্গা গ্রামে গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কাজিপুর গ্রামের সাদিমান আলীর ছেলে কাঠ মিস্ত্রি সাদ্দাম হোসেনের (২২) সাথে হাড়াভাঙ্গা হালসানা পাড়ার ওসিমুদ্দীনের মেয়ে কাজিপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রিমা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন আগে রিমার অন্যত্র বিয়ে ঠিক করে তার পরিবার। বিয়েতে রাজি না হলেও রিমাকে জোর করে বিয়ে দেয়ার আয়োজন করতে থাকে পরিবার। এই সিদ্ধান্ত মানতে না পেরে বিষপান করে রিমা। এই খবর ফোনে প্রেমিক সাদ্দাম হোসেনকে তিনি জানালেও সাদ্দামও বিষপান করে। রিমাকে স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হলেও সাদ্দাম হোসেনকে নেয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান সাদ্দাম। তবে বর্তমানে রিমা কিছুটা সুস্থ রয়েছে। এ ব্যাপারে উভয়ের পরিবার কথা বলতে রাজি হননি।
গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, এ ঘটনার সংবাদ কেউ তাদের দেয়নি। তারপরও বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। সাদ্দাম হোসেনের লাশের ময়নাতদন্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওসি কাফরুজ্জামান।