অনলাইন ডেস্ক : প্রেমের জন্য রাজপরিবারের সদস্যপদের মর্যাদা ত্যাগ করছেন ২৭ বছরের জাপানি রাজকন্যা আয়াকো। জাপানের স¤্রাট আকিহিতোর কাজিন প্রয়াত প্রিন্স তাকামাদোর তৃতীয় কন্যা তিনি। ২ জুলাই জাপানের এক জাহাজ কোম্পারিন কর্মী কেই মোরিয়ার সঙ্গে বাগদান সারলেন আয়াকো।

২০১৭ সালের ডিসেম্বরে মোরিয়ার সঙ্গে দেখা হয় আয়াকোর। এরপর দুজন দুজনের প্রেমে পড়েন। জাপান টাইমসকে আয়াকো বলেন, মোরিয়ার ব্যক্তিত্ব ও মানসিকতা আমাকে মুদ্ধ করেছে।২৯ অক্টোবর টোকিওতে মেইজি জিনগু শেরিনে বিয়ে করবেন তারা। ওইদিনই রাজপরিবার ছাড়তে হবে তাকে। হারাবেন রাজকীয় মর্যাদা। সাধরণকে বিয়ে করে রাজপরিবার ত্যাগ করা দ্বিতীয় জাপানি রাজকন্যা তিনি।


প্রিন্সেস ম্যাকাও ও কেই কোমুরো

জাপানের রাজপরিবারের নীতি অনুযায়ী, নারীরা মুকুট পান না এবং রাজপরিবারের বাহিরে বিয়ে করলে তাদের রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়। কিন্তু রাজপুত্রদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে স¤্রাট আকিহিতোর নাতনী প্রিন্সেস ম্যাকাও তার ক্লাসমেট কেই কোমুরোর সঙ্গে বাগদান সেরেছিলেন। তবে ২০২০ সালের আগে বিয়ে করছেন না তারা। জাপানটুডে।