দর্পণ ডেস্ক : ২০১৯ সালের ভিতর শুরু হয়ে যাবে ফাইভ জি পরিষেবা এমনটাই দাবি স্যামসাং এর। অ্যাপল এবং চীনা স্মার্টফোন কোম্পানি গুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় এগিয়ে থাকার জন্য আগামী বছরে স্যামসাং বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ করবে বলেই জানা গেছে। খুব সম্ভবত বার্সেলোনায় অনুষ্ঠিত ২০১৯ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে শোকেস করা হবে এই ফোনটি।

গ্যাজেট দুনিয়ায় নতুন ডিসপ্লে নিয়ে আসার তালিকায় নাম লিখিয়েছে স্যামসং এবং ব্যবহার করা হবে ফোল্ডেবেল স্ক্রিন। দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র দ্য বেল-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী আগামী বছর ২০১৯ সালে ফেব্রুয়ারি মাস নাগাদ ফোল্ডেবেল স্ক্রিন সহ গ্যালেক্সি টেন নিয়ে আসছে স্যামসাং। স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে গেলাক্সি টেন এর ফাইভ জি সংস্করণের তিনটি মডেল। দ্য বেল দাবি করেছেন যে পঞ্চম প্রজন্মের এই পরিষেবা আগামী ৫ ই মার্চ ২০১৯-এর কাছাকাছি স্যামসাং টেন এর সাথে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে