শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি : ভৈরব পৌর শহরের জগন্নাতপুর দক্ষিনপাড়া গ্রামের পরিতুষ চন্দ্র বর্মণ এর ছোট পুত্র ভৈরব টেকনিক্যাল কলেজ থেকে ২০১৮ সালে এইচ এসসি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র তুষার বর্মণ টিপু গত ২৯ সেপ্টেম্বর ২০১৮খ্রি. ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্বে নরসিংদীর নিলকুটিতে সড়ক দুর্ঘটনায় গরুতর আহত হন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যায়বার বহন করা সম্ভাব না হওয়ায় টিপুর পরিবার এবং বন্ধুবান্দব এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে উক্ত আবেদনটি পোষ্ট করা হয়। ফেসবুকের পোষ্ট ভৈরব পৌর শহরের চন্ডিবের গ্রামের ইতালির ভেনিস প্রবাসী মোবারক হোসেন ও আনোয়ার হোসেন ও তাদের বন্ধুদের নজরে আসলে তারা নিজ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে আজ ২৮ অক্টোবর ২০১৮খ্রি. রবিবার সকালে ভৈরব বাজারের বোমপট্টি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ’র ট্রান্সপোর্টে
আনুষ্ঠানিকভাবে সড়ক দুর্ঘটনায় আহত টিপুর উন্নত চিকিৎসার জন্য টিপুর বাবা পরিতুষ বর্মণ এবং বড়ভাই তপন বর্মণ নিকট ৩৬ হাজার টাকা নগদ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, সাবেক ছাত্রনেতা কবিরুজ্জামান রুমান, পৌর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আশিষ রায়, চন্ডীবের গ্রামের ইতালির ভেনিস প্রবাসী মোবারক হোসেন ও আনোয়ার হোসেন এর পক্ষে তার চাচা আনোয়ার হোসেন এবং উপজেলা যুবদল সহ-সভাপতি আসাদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন ভূইয়া, ৮নং ওয়ার্ড পৌর যুবলীগ সাধারন সম্পাদক মোঃ রুবেল আহমেদ, সহ-সভাপতি দুলাল আহমেদ, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমান উল্লাহ, ১নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি উত্তম সাহা প্রমূখ।