দর্পণ রিপোর্ট

ফের ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও তার পত্নী কেট মিডলটনের কোল আলোকিত করে আবারো এল তৃতীয় সন্তান।এটি তাদের দ্বিতীয় পুত্রসন্তান।

সোমবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে লন্ডনের সেন্ট ম্যারি হসপিটালে এ সন্তানের জন্ম দেন ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট। ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ খ্যাত এ দম্পতির রাজপ্রাসাদ ‘কেনসিংটন প্যালেস’ এক বিবৃতিতে জানিয়েছে, মা-ছেলে দুজনেই ভালো আছেন।

২০১১ সালে উইলিয়ামের সঙ্গে কেটের বিয়ে হয়। ২০১৩ সালের ২২ জুলাই এ দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জ। এরপর ২০১৫ সালের ২ মে তাদের ঘর আলোকিত করে কন্যাসন্তান শার্লট এলিজাবেথ ডায়ানা।