দর্পণ ডেস্ক : ২০ বছর আগের কথা। করন জোহরের ’কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে দেখা গেছে শাহরুখ খান-রানী মুখার্জি-সালমান খান এই তিন তারকাকে। ওই ছবিতে রানীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ ও সালমান। ওই ছবিতে ছিলেন কাজলও। কিন্তু এত বছরে আর তাদের একসঙ্গে সেভাবে দেখা যায়নি। তবে ফের আসছে সেই সুযোগ।
শোনা যাচ্ছে, এবার ফের একসঙ্গে অনস্ক্রিনে দেখা যাবে শাহরুখ, রানী এবং সালমানকে। না কোনো ছবির জন্য নয় বরং টেলিভিশনেই ঘটবে এ ঘটনা। বিষয়টি কি ঠিক?
শোনা যাচ্ছে, সালমান সদ্য তার টেলিভিশন শো ‘দশ কা দম’-এর শুটিং শেষ করেছেন। এরই ফাইনাল এপিসোডে এই তিন তারকাকে ফের একসঙ্গে দেখা যাব। সবাই নাকি ওই শো-এ পারফর্মও করেছেন।