অনলাইন ডেস্ক : ফের বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সহসাই এখন আর ভারত থেকে শুটিং কিংবা ব্যক্তিগত কাজে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। ‘ভাইজান’ খ্যাত এই অভিনেতাকে ভারত ছাড়তে হলে আদালতের অনুমতি লাগবে।
শনিবার যোধপুর আদালত এমনটাই নির্দেশ দিয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
দীর্ঘ কুড়ি বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এ বছরেই সালমানের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। সর্বশেষ গত এপ্রিলে দুই দিন কারাগারে থাকতে হয়েছিলো সালমান খানকে।
বর্তমানে জামিনে থাকলেও ৫২ বছর বয়সী এই অভিনেতার বিদেশে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। শুটিং কিংবা যেকোনো প্রয়োজনে ভারতের বাইরে যেতে হলে তাকে আদালতের অনুমতি নিয়ে যেতে হয়।
অনুমতি নিয়ে যেন দেশের বাইরে যাওয়া না লাগে সেজন্য আদালতের কাছে আবেদন করেছিলেন সালমানের আইনজীবী। ওই আবেদনের শুনানি হয় শনিবার দুপুরে। শুনানির পর আদালত সালমানের আবেদন খারিজ করে দেয়।
আদালত জানিয়েছে, দেশের বাইরে যেতে হলে যোধপুর আদালতকে অবহিত করতে হবে সালমানকে। বিদেশ যাওয়ার আগে এই যোধপুর আদালতে আবেদন করার পর সেখান থেকে অনুমতি মিললেই কেবল দেশের বাইরে যেতে পারবেন তিনি।