অনলাইন ডেস্ক : ফ্রান্স সেমিফাইনালে বিদায় উরুগুয়েরাশিয়া বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স। একই সঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে। বাংলাদেশ সময় রাত ৮টায় নিজনি নভগোরোদ স্টেডিয়ামে মুখোমুখি হয় ফ্রান্স-উরুগুয়ে।
খেলার প্রথমার্ধে এক গোলে নিজেদের এগিয়ে রাখে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়াই ফ্রান্স। কিলিয়ান এমবাপে শুরুর দিকে গতির ঝলক দেখালেও প্রথম ভালো সুযোগটা পায় উরুগুয়ে।
চতুর্দশ মিনিটে কর্নার থেকে হোসে হিমিনেসের হেডে নামানো বলে ক্রিস্তিয়ান স্তুয়ানি পা ছোঁয়ানোর আগেই বিপদমুক্ত করেন গোলরক্ষক উগো লরিস। পরের মিনিটে অপরপ্রান্তে ডি-বক্সে অরক্ষিত অবস্থায় থাকা এমবাপে হেডে ক্রসবারের উপর বল পাঠিয়ে সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত গোলশূন্য থাকতে হয় উরুগুয়ে। ২ গোলে জয় পায় ফ্রান্স।
চোটের কারণে ফর্মে থাকা ফরোয়ার্ড এদিনসন কাভানিকে পায়নি উরুগুয়ে। পিএসজি তারকার বদলে খেলছেন ক্রিস্তিয়ান স্তুয়ানি। পর্তুগালের বিপক্ষে দলের দুটি গোলই করেন এদিনসন কাভানি। ওই ম্যাচে শুরুর একাদশের বাকিরা ফ্রান্সের বিপক্ষেও থাকছেন।
ফ্রান্স দলেও একটি পরিবর্তন। এক ম্যাচ নিষিদ্ধ ব্লেইস মাতুইদির জায়গায় খেলছেন কোরোঁতাঁ তোলিসো। রাশিয়া বিশ্বকাপে দুটি দলেরই এ পর্যন্ত আসার পথটা কেটেছে দারুণ।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে ওঠে ফ্রান্স। আর শেষ ষোলোয় তারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায়। ওই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি পুরোটা সময় অসাধারণ খেলে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন কিলিয়ান এমবাপে।
অন্যদিকে, গ্রুপ পর্বটা দুর্দান্ত কাটে উরুগুয়ের। একমাত্র দল হিসেবে কোনো গোল না খেয়ে তিন ম্যাচের সবকটি জিতে শেষ ষোলোয় ওঠে লাতিন আমেরিকার দেশটি। আর পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে অস্কার তাবারেসের দল।
ফ্রান্স একাদশ: উগো লরিস, বাঁজামাঁ পাভার্দ, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, লুকা এরনঁদেজ, পল পগবা, এনগোলা কঁতে, কিলিয়ান এমবাপে, অঁতোয়ান গ্রিজমান, কোরোঁতাঁ তোলিসো, অলিভিয়ে জিরুদ
উরুগুয়ে একাদশ: ফের্নান্দো মুসলেরা, মার্তিন কাসেরেস, হোসে মারিয়া হিমেনেস, দিয়েগো গদিন, দিয়েগো লাক্সালত, লুকাস তররেইরা, নাহিতান নান্দেস, মাতিয়াস বেসিনো, রদ্রিগো বেন্তানকুর, ক্রিস্তিয়ান স্তুয়ানি, লুইস সুয়ারেস।