অনলাইন ডেস্ক : কলকাতার যাদবপুরে এক টেলিভিশন অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।

শুক্রবার রাতে কলকাতার যাদবপুর সেন্ট্রাল রোডের একটি আবাসনে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার।

পুলিশ জানায়, যাদবপুরের একটি আবাসনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন ওই অভিনেত্রী। এখানে চার বছর ধরে রয়েছেন তারা। ওই আবাসনেরই চতুর্থ তলায় এক ব্যক্তি ফ্ল্যাট কিনেছেন। ওই ফ্ল্যাটে থাকেন না তিনি। তবে রাত হলেই বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আসেন ওই ফ্ল্যাটে।

অন্যান্য দিনের মতো গতরাতেও ওই ফ্ল্যাটে এসেছিলেন তারা।

অভিযোগে জানা যায়, বহিরাগতরাই অভিনেত্রীর ঘরে ঢুকে হামলা চালায়। নিরাপত্তার স্বার্থে লাগানো নজরদারি ক্যামেরাও ভেঙে দেন। শুধু তাই নয়, অভিনেত্রীর শ্লীলতাহানিও করে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাদবপুর থানার পুলিশ গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।