অমর একুশে গ্রন্থমেলায় এসেছে খ্যাতনামা সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের ‘বলিউডের ট্র্যাজিক প্রেম’ শিরোনামের বই। আজ শনিবার থেকে বইটি পাওয়া যাবে অন্যপ্রকাশের স্টল প্যাভিলিয়ন ২১-এ।
একেকটি ট্র্যাজিক প্রেমই কেবল অমর হয়েছে। সাহিত্যে ইতিহাসে অমর হয়ে আছে, মিথ হয়ে আছে। তুমুল সব জনপ্রিয় নায়ক-নায়িকা তাদের অভিনয় শৈলীতে কাহিনী নির্ভর একেকটি সিনেমায় দর্শকদের ভাসিয়ে নিয়ে যেতেন। বলিউড কাঁপানো জুটি দিলীপ কুমার-মধুবালা, অমিতাভ বচ্চন-রেখা, রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়া ও বাংলা চলচ্চিত্রের উত্তম-সুচিত্রার জীবনে পর্দার বাইরেও গভীর প্রেম প্রণয়ের জোয়ার এসেছিলো।
বিডি প্রতিদিন/ফারজানা