ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে শিশুসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরীর গল্পের বই ‘শালিকবুড়ো ও ফড়িং’। মোট ১২টি মজার ও আকর্ষণীয় গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। সঙ্গে রয়েছে অলংকরণ।
নিয়মিত জাতীয় পত্রিকায় শিশুদের জন্য লেখা বাবলু ভঞ্জ চৌধুরীর এটি তার তৃতীয় গ্রন্থ। জলবায়ু পরিবর্তন ও কল্পবিজ্ঞান তার প্রিয় বিষয়।
বইটির মূল্য ১৬০ টাকা। প্রকাশ করেছে ডাংগুলি। প্রচ্ছদ করেছেন নাইমুর রহমান। অলংকরণ দেলোয়ার রিপন। মেলার শিশু চত্বরের ৭৬৬ নম্বর স্টলে এবং বইটির একমাত্র পরিবেশক কলি প্রকাশনীর ৩১৯, ৩২০, ৩২১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এএ