ছবি: তিমি

তাদের অপেক্ষা একবার যদি তিমির দলের দেখা মিলে? অবশেষে সেখানেই দেখা দিলো ব্রাইটস হোয়াইল বা তিমি।

ইসাবেলা ফাউন্ডেশন প্রধান গবেষক ড. আনিসুজ্জামান বলেন, বঙ্গোপসাগরের সোয়াচ অব গ্রাউন্ড হচ্ছে বাংলাদেশের ভূ সীমানায় বঙ্গোপসাগর একটি অসীম জায়গা যা সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান খুবই কম। তিমি ও বিরল জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল।

ভিডিও :